আপডেট : ০২ July ২০১৯
মুন্সীগঞ্জের লৌহজংয়ে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার গোয়ালীমান্দ্রা বেঁদেপট্টি হতে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- বেঁদেপট্টির মো. সরজ (২৬) ও মো. শফিকুল ইসলাম (২৪)। এ সময় তাদের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭ বোতল নিষিদ্ধ ফেনসিডিল, মাদক বিক্রির ৩৯ হাজার ৬০০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। র্যাব-১১ জানায়, সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে লৌহজং উপজেলার গোয়ালী মান্দ্রা গ্রামের বেঁদেপট্টির মো. ইকবালের ছাপড়া ঘরেক কয়েক ব্যক্তি মাদক কেনা-বেচার উদ্দেশ্যে অবস্থান করছিল। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১, এর কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান এর নেতৃত্বে একটি র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সরজ ও ইকবালকে ইয়াবা, ফেনসিডিল, মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইল ফোনসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১