বাংলাদেশের খবর

আপডেট : ০১ July ২০১৯

পুলিশের চাকরি হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে: ডিআইজি হাবিব

ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান সংগৃহীত ছবি


ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান কনস্টেবল নিয়োগে জিরো টলারেন্স জিরো টলারেন্স ঘোষণা করে বলেছেন, চাকরি হবে মেধার ভিত্তিতে। আজ সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ঢাকা রেঞ্জের ১৩ জেলা পুলিশ সুপারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সততা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করুন। কারো কোনো অন্যায় আবদার রাখার দরকার নেই।

এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জঙ্গি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষষণা করে সফল হয়েছেন। উনার আন্তরিক সদিচ্ছার কারণে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। দেশের মানুষ স্বস্তিতে আছে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের ভাবমূর্তি একধাপ তুলে দিয়েছেন। তিনি দেশের ভেতরেও অন্যায়, অনিয়ম, দূর্নীতিরোধে বদ্ধ পরিকর। ফলে গত কয়েক বছর ধরেই পুলিশের নিয়োগ প্রক্রিয়ার মধ্যে স্বচ্ছতা আনা হয়েছে। এবার আমরা পুলিশের নিয়োগে শতভাগ স্বচ্ছতার সঙ্গে করছি। এরই ধারাবাহিতকতায় আইজিপি মহোদয় ইতিমধ্যে পুলিশ সুপার, ও তদুর্দ্ধ কর্মকর্তাদের নিয়ে পুলিশ সদর দফতরে একাধিক বৈঠক করেছেন। বৈঠকে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়েছেন, যে এবার পুলিশ নিয়োগে কোনো অনিয়ম বরদাশত করা হবে না। দেশের সব জেলাতেই এই নিয়ম মেনে পরীক্ষা নেয়া হচ্ছে। ১০৩ টাকার ফর্ম কিনে যে কেউ পরীক্ষায় অংশ নিতে পারেন। শারীরিক যোগ্যতা, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় যারা উন্নীত হবে তারাই পুলিশের চাকরি পাবে। সুতরাং এখন থেকে কোনো অনিয়ম দুর্নীতির মাধ্যমে নয়- যোগ্যতার ভিত্তিতেই পুলিশে চাকরি হবে।

তিনি বলেন, ঢাকা রেঞ্জের সব জেলা পুলিশ সুপাররা এ নিয়ম শতভাগ ফলো করছেন। আমি নিয়মিত তদারকি করছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১