আপডেট : ০১ July ২০১৯
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে শিক্ষক নিয়োগ বানিজ্যের অডিও ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সোমবার বিকেলে রেজিস্ট্রার দফতর সূত্রে এ তথ্য জানানো হয়। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক সরওয়ার মুর্শেদকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন আইসিই বিভাগের অধ্যাপক তপন কুমার জোদ্দার এবং সিএসই বিভাগের অধ্যাপক আহসান উল আম্বিয়া। কমিটিকে নিয়োগ বানিজ্যের অডিও ফাঁসের ঘটনাটি অনুপূঙ্খ তদন্ত পূর্বক ঘটনার সত্যাসত্য নিরুপন, দোষী ব্যক্তি চিহ্নিতকরণ এবং অপরাধের মাত্রা নির্ধারণ করে যথাশীঘ্রসম্ভব প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে। প্রসঙ্গত, ইবির ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে ২৯ জুন শিক্ষক নিয়োগ নির্বাচনী বোর্ড হওয়ার কথা ছিল। তবে বোর্ডের আগের দিন ওই বিভাগেরই সহযোগী অধ্যাপক ও প্ল্যানিং কমিটির সদস্য ড. মো. রুহুল আমিন এবং ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এসএম আব্দুর রহিমের এক চাকুরী প্রার্থীর সাথে ১৮ লাখ টাকায় চাকুরি পাইয়ে দেবার ফোনালাপ ফাঁস হয়। পরে সেইদিনই প্রশাসন তাদের সাময়িক বরখাস্ত করে নিয়োগ বোর্ড স্থগিত করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১