বাংলাদেশের খবর

আপডেট : ০১ July ২০১৯

এরশাদ জীবিত আছেন: জাপা


জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ জীবিত আছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। জাপা মহাসচিব আজ বেলা একটার দিকে রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

এরশাদ মারা গেছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুজব ছড়ানোর পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা সম্পর্কে জানালো দলটি ।

রাঙ্গা বলেন, ওবায়দুল কাদের এরশাদকে দেখতে তার কাছে গেলে এরশাদ চোখ মেলে দেখেছেন। কিন্তু কথা বলতে পারেননি।

তার মৃত্যু নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে জি এম কাদের বলেন, ‘কেউ না জেনে ফেসবুকে এরশাদের মৃত্যু নিয়ে পোস্ট দেবেন না।’

এরশাদের কিডনিতে সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়ে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সিএমএইচের ডাক্তারা মনে করেন এই মুহূর্তে তাকে অন্য কোথাও (বিদেশে) নেওয়ার মতো অবস্থায় নেই। তারা পরিবারের ওপর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার দিয়েছেন।’

জিএম কাদের বলেন, ‘এরশাদের স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত থাকা শুভ লক্ষণ। এটা তার চিকিৎসায় নিয়োজিত ডাক্তাররা মনে করেন।’

এসময় উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ নেতাকর্মীরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১