বাংলাদেশের খবর

আপডেট : ০১ July ২০১৯

ক্রিস্টেন স্টুয়ার্টের চার্লিস অ্যাঞ্জেলস


তাকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৭ সালের শেষের দিকে শর্টফিল্ম ‘কাম সুইম’-এ। তারপর গেল বছরে হলিউডে দেখা যায়নি তাকে। প্রায় দেড় বছরের বিরতি কাটিয়ে হলিউডে আবার নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন ২৯ বছর বয়সী এই তারকা। চার্লিস অ্যাঞ্জেলস গার্ল নামে প্রথমে তিনি পরিচিত হলেও এখন তিনি ‘টোয়াইলাইট সাগা’ গার্ল হিসেবেই সমধিক পরিচিত। বলছি ক্রিস্টেন স্টুয়ার্ট-এর কথা।

চার্লিস অ্যাঞ্জেলসের নতুন ছবি নিয়ে আবার লাইমলাইটে এসেছেন স্টুয়ার্ট। সত্তরের দশকে টিভি সিরিজ চার্লিস অ্যাঞ্জেলস অনেক মানুষের কাছেই অর্থবহ হয়ে উঠেছিল। এবার আবার নতুন করে ফিরে আসছে তিন অ্যাঞ্জেল! নতুন চার্লিস অ্যাঞ্জেলসের কাহিনী লিখেছেন ও পরিচালনা করেছেন এলিজাবেথ ব্যাঙ্কস।

নতুন এ চলচ্চিত্রে দেখা যাবে, এখন থেকে ৪০ বছর আগে তিনজন অ্যাঞ্জেলকে নিয়ে চার্লি যে টাউনসেন্ড এজেন্সি শুরু করেছিলেন, তা এখন বিশ্বব্যাপী গুপ্তচর কর্মসূচিতে রূপ নিয়েছে। চার্লি ও তার অ্যাঞ্জেলরা সবসময় ব্যক্তিগত ক্লায়েন্টদের নিরাপত্তা দিয়ে আসছেন ও তদন্ত করছেন। তাদের টাউনসেন্ড সংস্থা বিশ্বব্যাপী স্মার্ট, নির্ভীক ও প্রশিক্ষিত নারীদের দল গোটা বিশ্বেই ছড়িয়ে রয়েছে। পরামর্শদাতা বোসলের কথামতো বিশ্বের কঠোরতম মিশনগুলো সম্পন্ন করছে অ্যাঞ্জেলসের দল। এখানে বোসলের চরিত্রে রূপদান করেছেন ব্যাঙ্কস নিজে।

গত বছরের ডিসেম্বরে শেষ হয় এ সিনেমার শুটিং। জনপ্রিয় তিন অ্যাঞ্জেলসের চরিত্রে অভিনয় করেছেন ক্রিস্টেন স্টুয়ার্ট, নওমি স্কট ও এলা বালিনস্কা। এরই মধ্যে এ সিনেমার ট্রেলার প্রকাশ পেয়েছে। চলতি বছরের নভেম্বরে চার্লিস অ্যাঞ্জেলসের নতুন সিনেমাটি মুক্তি পাবে।

বিভিন্ন ছবিতে দুর্দান্ত অভিনয়ে স্টুয়ার্ট আলোচিত হলেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচিত ছিলেন সবসময়ই। তুমুল জনপ্রিয়তা পাওয়া ‘টোয়াইলাইট’ সিরিজের ছবিগুলোতে অভিনয়ের সুবাদে ক্রিস্টেন স্টুয়ার্ট প্যাটিনসনের সঙ্গে সম্পর্কে জড়ান। আবার চুটিয়ে প্রেম পর্ব শেষ করে খোদ ক্রিস্টেনই প্রেমের ইতি টানেন। ২০০৯ সালে এমটিভির এক অনুষ্ঠানে পরিচয় হয়েছিল এ দুজনের। এই এমটিভিরই ২০১০ সালের ‘বছরের সেরা যুগল’ হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন ক্রিস্টেন স্টুয়ার্ট-রবার্ট প্যাটিনসন। এরপর ক্রমশ কাছে আসা, টালমাটাল সেই প্রেম আর তারপর বিচ্ছেদ। সে বিচ্ছেদের পেছনেও ছিল আরেক প্রেম। যাকে প্যাটিনসন বলেছিলেন ক্রিস্টেনের ‘প্রতারণা’।

‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ ছবির নির্মাতা রুপার্ট স্যান্ডার্স ও ক্রিস্টেনের পরকীয়ার খবর এবং ছবি ফাঁস হওয়ার পর যেন এক ঝড়ই উঠেছিল ক্রিস্টেন-প্যাটিনসনের জীবনে। ক্রিস্টেনের সঙ্গে চার বছরের প্রেমের চূড়ান্ত ইতি টেনেছিলেন প্যাটিনসন। ২০১৩ সালের মে মাসে ঘটেছিল দুজনের সেই চূড়ান্ত বিচ্ছেদ।

এই প্রেমের নাটকের পর সমকামী প্রেমে জড়িয়ে পড়েন  স্টুয়ার্ট। সর্বশেষ সারা ডেনকিনের সঙ্গে সমকামী প্রেমের পাট চুকিয়ে নতুন করে আবার সমকামী প্রেমে জড়াতে চলেছেন তিনি। এ নিয়ে অবশ্য স্টুয়ার্ট উল্টো উচ্ছ্বসিত।

তিনি বলেন, ‘বিষয়টা এমন নয় যে আমি আমার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে স্পর্শকাতর নই, তবে আমি মনে করি সমকামিতা নিয়ে চুপ করে থাকার কিছু নেই আর এতে লুকানোরও কিছু নেই।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১