আপডেট : ২৮ June ২০১৯
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বরগুনায় প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় ১৩ জন আসামিকে শনাক্ত করা হয়েছে। এরইমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার পুরাতন কেন্দ্রীয় কারাগারের ‘ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন’ শীর্ষক প্রকল্প কাজের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রিফাতকে কুপিয়ে হত্যা করে এক নির্মম ও বর্বর ঘটনা ঘটিয়েছে খুনিরা। এর সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। সব অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে তৎপরতা চালাচ্ছে। এরইমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পুলিশ অপরাধীদের ধরতে কাজ শুরু করে। ১০ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশের দক্ষতায় পার্থক্য আছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১