আপডেট : ২৭ June ২০১৯
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে কথিত বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার আসামি মো. রানা (২০) নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে আমিরাবাদে র্যাবের সাথে গুলাগুলিতে সে নিহত হয়। নিহত রানা সীতাকুণ্ড পৌরসদরের পূর্ব আমিরাবাদের নুরুল ইসলামের পুত্র। জানা যায়, আমিরাবাদ গ্রামের ৭ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে আচার খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে রানা ধর্ষণ করে। এ অভিযোগে ছাত্রীটির পরিবারের সদস্য গত ফ্রেব্রুয়ারীর ৩ তারিখে সীতাকুণ্ড থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই রানা পলাতক ছিলেন। র্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, রানার অবস্থানের খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে আমিরাবাদ এলাকায় তাদের একটি দল অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে রানা ও তার সহযোগীরা গুলি ছুড়তে শুরু করলে র্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলি থামলে সেখানে রানাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সেখাল থেকে গুলিবিদ্ধ রানাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি এলজি ও ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র্যাব সদস্যরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১