বাংলাদেশের খবর

আপডেট : ২৬ June ২০১৯

নিখোঁজ অটোরিক্সা চালকের লাশ মেঘনা পাড় থেকে উদ্ধার

মুন্সীগঞ্জ ম্যাপ


এক সপ্তাহ আগে নিখোঁজ অটোরিক্সা চালকের অর্ধগলিত লাশ মিলল মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদীর পাড়ে।

বুধবার দুপুরে গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের বালুচর এলাকার মেঘনা নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।

নিহত অটোরিক্সা চালক আব্দুর রাজ্জাক মিয়ার(১৭) আনি গ্রামের হায়দার আলী মিয়ার ছেলে।

আমিনুল ইসলাম জানান, গজারিয়ার দৌলতপুর তিন আনি গ্রামের হায়দার আলী মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক মিয়া এক সপ্তাহ ধরে তার অটোরিক্সাসহ নিখোঁজ ছিল। আজ দুপুর সাড়ে বারোটার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মেঘনা নদীর পাড় থেকে অর্ধগলিত অবস্হায় তার লাশ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে তার অটোরিক্সা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করে এখানে লাশ গুম করার অপচেষ্টা করা হয়েছে। নিহতের ভাই ও স্বজনেরা লাশ সনাক্ত করে।

তিনি আরো জানান, "ময়নাতদন্তের পর গজারিয়ায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।"


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১