বাংলাদেশের খবর

আপডেট : ২৬ June ২০১৯

চৌদ্দগ্রামে স্কুল ছাত্র জিহাদ নিখোঁজ

স্কুল ছাত্র জিহাদ সংগৃহীত ছবি


কুমিল্লার চৌদ্দগ্রামে ওমর ফারুক জিহাদ (১২) নামে এক স্কুল ছাত্র নিখোঁজের দুই দিনেও সন্ধান পাওয়া যায়নি। সে উপজেলার শ্রীপুর ইউনিয়নের খেঁয়াইশ গ্রামের বাহরাইন প্রবাসী জামাল উদ্দিনের ছেলে ও পাশ্ববর্তী নালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

জিহাদের সন্ধান না পেয়ে পরিবারের স্বজনদের কান্না থামছে না। এ ব্যাপারে তার দাদা হারেছ মিয়া বাদি হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি ।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে আটটায় ওমর ফারুক জিহাদ বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা করে। এরপর বিকেল পর্যন্ত সে বাড়ি ফিরেনি। পরবর্তীতে বিদ্যালয়, তার সহপাঠী ও আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। কোন সহৃদয়বান ব্যক্তি জিহাদের সন্ধান পেলে নিকটস্থ থানা বা ০১৮৭০৩৪৭৭৪৭, ০১৮২৯৯০৬৬৩৬ নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১