আপডেট : ২৫ June ২০১৯
দেশের রেল ও সড়ক পথের নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ সকল সেতু ও কালভার্ট চিহ্নিত করে দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নড়বড়ে সেতু চিহ্নিত করতে জরিপের কাজও দ্রুত শেষ করতে বলেছেন তিনি। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়কে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়টি জানান। এছাড়াও বিভাগীয় শহর ছাড়া অন্য কোথাও সিটি কর্পোরেশন না করা এবং সব জেলার সরকারি অফিস ভবন অভিন্ন নকশায় নির্মাণ করাও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১