বাংলাদেশের খবর

আপডেট : ২৫ June ২০১৯

সাতক্ষীরায় অ্যাম্বুলেন্স-মোটর সাইকেল সংঘর্ষ, নিহত ২


সাতক্ষীরার তালা উপজেলায় অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।নিহত দুইজনই মোটর সাইকেল আরোহী।

আজ মঙ্গলবার উপজেলার ত্রিশ মাইল এলাকায় এ ঘটনা ঘটে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, নিহত মোটর সাইকেল আরোহী কামরুল হাসান (৩৫)  ও নান্নু (৩৪) সাতক্ষীরার স্টার কেবলসের কর্মচারি। তারা একটি মোটর সাইকেলে তালা থেকে সাতক্ষীরায়  ফিরছিলেন। ত্রিশ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হন। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হলে অবস্থার অবনতি হওয়ায় স্থানীয় সিবি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তারা মারা যান।

নিহত দুজনের বাড়ি সাতক্ষীরা শহরের কাটিয়া ও লস্করপাড়ায়। ময়না তদন্তের জন্য লাশ দুটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১