আপডেট : ২৫ June ২০১৯
ভোলার চরফ্যাশনে ‘হাজী খেয়ালী পরিবহন’ নামে একটি বাসের ছাদ থেকে ওই বাসের মালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রীর বড়ভাই জিয়াউর রহমানকে আটক করেছে। গতকাল সোমবার মধ্যরাতে চরফ্যাশন উপজেলার নতুন বাসস্ট্যান্ডের ওই বাস থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। আজ মঙ্গলবার নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চর ফ্যাশন থানার ওসি মো. সামছুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার মধ্যরাতে অন্য বাসের লোকজন বাসের ছাদে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এঘটনায় নিহত বাস মালিকের স্ত্রীর বড় ভাইকে সন্দেহজনক ভাবে আটক করা হয়েছে। কারণ তিনি দীর্ঘদিন ওই বাসে চাকরি করতেন। গত কয়েকদিন আগে টাকা চুরির অপরাধে তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
নিহত বাস মালিকের নাম মো. সোহাগ ভূঁইয়া। তিনি চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির মৃত আব্দুল বারেক ভূঁইয়ার ছেলে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১