আপডেট : ২৩ June ২০১৯
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে ১ কেজি ৪শ" গ্রাম হেরোইনসহ আল আমিন (২৫ ) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। আজ রোববার সকাল ৯ টার সময় গোদাগাড়ী পৌরশভার জামাতির মোড় এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আল আমিন চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার চার উনুপনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে। গোদাগাড়ী মডেল থানা পুলিশের এসআই মজিবুর জানান, গোপন সংবাদের ভিত্তিকে রোববার সকালে জামাতির মোড় এলাকায় পুলিশের তল্লাসী বসায়। সকাল ৯ টার সময় আল আমিন সাইকেল যোগে রাস্তা দিয়ে হেরোইন বহন করে নিয়ে যাচ্ছিলো। তাকে গতিরোধ করে তল্লাসী চালালে তার সাইকেলে থাকা বাজারের ব্যাগ হতে ১ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করে তাকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হবে বলে গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১