আপডেট : ২৩ June ২০১৯
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৯ জুন। ওইদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ক্যাম্পাসের শিক্ষক ক্লাবের দ্বিতীয় তলায় (মমতাজ ভবন) ভোটগ্রহণ চলবে বলে জানা গেছে। নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ২১০ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনী তফসিল সূত্রে জানা যায়, আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের সময় নির্ধারিত ছিল ২২-২৩ জুন। এতে ৩৪ জন শিক্ষক আবেদন ফরম সংগ্রহ করেন এর মধ্যে জমা দেন ২৯ জন। ২৪ জুন যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। ২৯ জুন ভোটগ্রহণ ও গণনা শেষে ওইদিনই ফল প্রকাশ করা হবে। শাপলা ফোরাম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৯ এর আহ্বায়ক অধ্যাপক আব্দুল মুঈদ বলেন, এ পর্যন্ত ৩৪ জন শিক্ষক আবেদন ফরম সংগ্রহ করেছেন এবং ২৯ জন জমা দিয়েছেন। যাচাই বাছাই শেষে আমরা ২৪ জুন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবো। সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ জুন সকালে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পদ্ধতি সম্পর্কে কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের সদস্য অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, ফোরামের গঠনতন্ত্র অনুযায়ী সকল সদস্যই প্রার্থী হতে পারবেন। এক্ষেত্রে নির্দিষ্ট ফরমে মাধ্যেমে তাকে আবেদন করতে হবে। এক্ষেত্রে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ১৫ জন নির্বাচিত হবেন। পরে তারা আলোচনা সাপেক্ষে সভাপতি-সম্পাদক ও অন্যান্য পদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। প্রতি ভোটারকে ১৫টি ভোট প্রদান করতে হবে। অন্যথায় ভোটটি বাতিল হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১