বাংলাদেশের খবর

আপডেট : ২২ June ২০১৯

বগুড়ায় ব্যবসায়ী হত্যা মামলায় স্ত্রী ও শ্যালক গ্রেফতার


বগুড়ার সারিয়াকান্দিতে ফেরদৌস আলম রতন নামে এক কাপড় ব্যবসায়ীকে হত্যা মামলায় স্ত্রী ও শ্যালককে গ্রেফতার করেছে পুলিশ।  রতনের বাবা বাদী হয়ে তার স্ত্রী, শ্যালক, শ্শুরসহ ৬জনকে আসামি করে শনিবার সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ রতনের স্ত্রী রুপা ও শ্যালক রফিকুলকে গ্রেফতার করে ।

উল্লেখ্য,  কুতুবপুর ইউনিয়নের বিমানবন্দর পাড়ার  মোস্তাফিজার রহমানের ছেলে কাপড় ব্যবসায়ী ফেরদৌস আলম রতন বুধবার সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যায়। বৃহস্পতিবার রাতে কর্ণিবাড়ী ইউনিয়নের যমুনা নদীর কুমারপাড়া চর থেকে রতনের লাশ উদ্ধার করে পুলিশ।

সারিয়াকান্দি থানার ওসি আল আমিন জানান, রতন হত্যা মামলায় ২জন আসামী গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১