বাংলাদেশের খবর

আপডেট : ২০ June ২০১৯

বিমানের আন্তর্জাতিক স্বীকৃতি


মর্যাদাসম্পন্ন ওয়ার্ল্ড এয়ারলাইনস অ্যাওয়ার্ডসে স্বীকৃতি পেল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সেরা এয়ারলাইনস স্টাফ বিভাগে মধ্য এশিয়া/ভারতের মধ্যে শীর্ষ ১০ বিমান সংস্থার তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠানটি।

ফ্রান্সের ল্যঁ বুর্গেতে প্যারিস এয়ার শোতে জাঁকজমকপূর্ণ আয়োজনে ২০১৯ সালের বিজয়ীদের নাম ঘোষণা করে যুক্তরাজ্যভিত্তিক এভিয়েশননির্ভর প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্স। এবার ছিল এর ১৯তম আসর।

স্কাইট্র্যাক্সের ওয়েবসাইটে বলা হয়, বিমানবন্দর ও উড়োজাহাজের অভ্যন্তরে বিভিন্ন এয়ারলাইনসকর্মীদের আতিথেয়তা অনুযায়ী সেরা এয়ারলাইনস স্টাফ সার্ভিস পুরস্কারের তালিকা নির্বাচিত হয়েছে। বেস্ট এয়ারলাইনস স্টাফ ওয়ার্ল্ড ওয়াইড ২০১৯-এর অংশ হিসেবে ১০টি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। এগুলো হলো আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া/প্যাসিফিক, চীন, মধ্য এশিয়া/ভারত, ইউরোপ, মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও মধ্য আমেরিকা/ক্যারিবিয়ান।

‘বেস্ট এয়ারলাইনস স্টাফ ইন সেন্ট্রাল এশিয়া/ইন্ডিয়া ২০১৯’ বিভাগে শীর্ষে আছে ভারতের গুরগাঁওভিত্তিক অভ্যন্তরীণ বিমান সংস্থা ভিস্তারা। বিমান বাংলাদেশ এয়ারলাইনস স্থান পেয়েছে তালিকার ১০ নম্বরে।

স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইনস অ্যাওয়ার্ডসকে বিশ্বব্যাপী এভিয়েশন শিল্পের ‘অস্কার’ হিসেবে ভাবা হয়। এবারের আসরে ১০০টি দেশের ২ কোটি ১৬ লাখেরও বেশি ভ্রমণকারীর ভোটে বিজয়ী তালিকা চূড়ান্ত হয়েছে। ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের মে পর্যন্ত ৩০০টি বিমান সংস্থাকে পর্যালোচনা করে জরিপে ভোট দিয়েছেন তারা।

সেরা এয়ারলাইনস স্টাফ (মধ্য এশিয়া/ভারত)— ১. ভিস্তারা, ২. আজারবাইজান এয়ারলাইনস, ৩. এয়ার আস্তানা, ৪. ইন্ডিগো, ৫. স্পাইসজেট, ৬. শ্রীলঙ্কান এয়ারলাইনস, ৭. উজবেকিস্তান এয়ারওয়েজ, ৮. জেট এয়ারওয়েজ, ৯. এয়ার ইন্ডিয়া ও ১০. বিমান বাংলাদেশ এয়ারলাইনস।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১