আপডেট : ১৯ June ২০১৯
পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশি ও চীনা শ্রমিকদের সংঘর্ষে এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৭ জন। কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে বিদ্যুৎকেন্দ্রের বয়লারের উপর থেকে পড়ে গিয়ে সাবিন্দ্র দাস নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। এর জের ধরে চীনা ও বাঙালি শ্রমিকরা বিকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত অবস্থায় আটজনকে পাঠানো হয় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আহত ওই চীনা নাগরিক জাং ইয়াং সাং বুধবার ভোরে মারা যান। এর আগে বয়লার থেকে নিচে পড়ে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার নগেন্দ্র দাসের ছেলে সাবিন্দ্র দাস (৩২) নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে লাশ গুমের চেষ্টার গুজব ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে শ্রমিকরা। এ ঘটনায় তিন হাজারের বেশি চীনা শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীসহ বিসিপিসিএল কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে প্রায় ছয় হাজার বাংলাদেশি শ্রমিক। বিসিপিসিএল প্রশাসনিক কর্মকর্তা শাহমনি জিকো জানান, ক্ষুব্ধ শ্রমিকরা গুজবের কারণে উত্তেজিত হয়ে ক্যান্টিনে, অফিসে, প্রশিক্ষণ কেন্দ্রে ও ওয়েল্ডারে হামলা-ভাঙচুর চালিয়েছে। পরে তাপ বিদ্যুৎকেন্দ্রে নিয়োজিত পুলিশ, কলাপাড়া থানার পুলিশসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক জানান, সকালে গুরুতর আহত ছয়জনকে তাদের হাসপাতালে আনা হলে সকাল ১০টার দিকে জাং ইয়াং সাং নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এদিকে বিদ্যুৎকেন্দ্র এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করলেও কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, বিদ্যুৎ কেন্দ্রের বাইরে স্থানীয় শ্রমিকরা সংঘবদ্ধ হয়েছেন এবং তাদের ঘীরে র্যা বসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে বুধবার সকালে হেলিকপ্টারযোগে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১