আপডেট : ১৮ June ২০১৯
আইসিসি ক্রিকেট বিশ্বকাপে আফগানিস্তানের সামনে ৩৮০ রানের পাহাড় দাঁড় করিয়েছে ইংল্যান্ড। টস জিতে আগে ব্যাট করতে নেমে ইয়ন মরগানের ৭০ বলে ১৪৮ রান ও জো রুটের ৮৮ রানের ওপর ভর করে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৯৮ রানের লক্ষ্য দিয়েছে ইংল্যান্ড। আজ মঙ্গলবার ম্যানচেস্টার ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। ব্যাট করতে নেমেই ছক্কার বৃষ্টি নামান ইংলিশ ব্যাটসম্যানরা। বিশেষ করে মরগান। রেকর্ড ১৭টি ছক্কা হাঁকান এই বামহাতি ব্যাটসম্যান। ৩৬ বলে অর্ধশত করা ইংলিশ অধিনায়ক ৫৭ বলে করেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত মাত্র ৭১ বলে ১৪৮ রান করে সাজঘরে ফেরেন মরগান। এছাড়া জনি বেয়ারস্টো ৯০ (৩টি ছক্কা ও ৮টি চার), জো রুট ৮৮ (১টি ছক্কা ও ৫টি চার) এবং মঈন আলী মাত্র ৯ বলে ৩১ রান (৪টি ছক্কা ও ১টি চার) করেন। ইংল্যান্ডের ইনিংসে মোট ২৫টি ছয়ের মার রয়েছে। ইংলিশ ব্যাটসম্যানদের কাছে সবচেয়ে বেশি অসহায় ছিলেন স্পিনার রশিদ খান। ৯ ওভারে এই স্পিনার ১১২ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। গুলবাদিন নায়েব ও দৌলত জাদরান ১০ ওভারে যথাক্রমে ৬৮ ও ৮৫ রান খরচায় ৩টি করে উইকেট শিকার করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১