বাংলাদেশের খবর

আপডেট : ১৮ June ২০১৯

রণবীরের সেলফিতে পিয়া


ইংল্যান্ডে চলছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত আসর আইসিসি বিশ্বকাপ ক্রিকেট-২০১৯। আর এমন আসরে প্রথমবারের মতো উপস্থাপনা করছেন বাংলাদেশের মডেল ও উপস্থাপিকা পিয়া জান্নাতুল। মাঠ ও মাঠের বাইরে কথা বলছেন, সাক্ষাৎকার নিচ্ছেন আসর সংশ্লিষ্টদের। তবে এবার একেবারে ভিন্নভাবে দেখা গেল পিয়াকে।

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের সেলফিতে পাওয়া গেল তাকে। মূলত খেলার মাঠেই হাজির হয়েছিলেন এই তারকা। সেখানেই ছিলেন পিয়া। ছবিটি তার ফেসবুক ও ইন্সট্রাগ্রাম অ্যাকাউন্টে পোস্টও করেছেন বাংলাদেশি উপস্থাপিকা।

রণবীর প্রসঙ্গে পিয়া বলেন, ‘ভীষণ এনার্জিটিক একজন মানুষ। দুই সেকেন্ডও এক জায়গায় স্থির থাকতে পারেন না। মূলত আমার জন্যই সেলফি তিনি তুলে দেন।

রোববার (১৬ জুন) ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে ক্রিকেট বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়। আর নিজ দেশকে সমর্থন জানাতে মাঠে হাজির হয়েছিলেন ‘পদ্মাবতখ্যাত রণবীর। ম্যাচ শেষে সেখানেই পিয়ার সঙ্গে তার আলাপ হয়।

আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো নারী উপস্থাপক হিসেবে পিয়া সুযোগ পেলেন। এটি দেখা যাচ্ছে জিটিভিতে এবং অনলাইনে ‘রেবিটহোল স্পোর্টস ও ‘বায়োস্কোপ অ্যাপে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১