আপডেট : ১৭ June ২০১৯
ভয়াবহ বৈদ্যুতিক বিপর্যয়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন আর্জেন্টিনা ও উরুগুয়ের অন্তত ৪ কোটি ৮০ লাখ বাসিন্দা। আক্রান্ত হয়েছে প্যারাগুয়ের কিছু অংশও। রোববার স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে বলে জানায় আর্জেন্টিনার রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা। বিপর্যয়ের সঠিক কারণ এখনো জানা যায়নি। জলবিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ সরবরাহের সময় যৌথবৈদ্যুতিক গ্রিডে গোলযোগের কারণে বিপর্যয় ঘটে থাকতে পারে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। বিদ্যুৎ নির্ভর সেবাকার্যক্রম ইতোমধ্যে স্থবির হয়ে পড়েছে। সরবরাহ নিশ্চিতে কাজ করছে সংশ্লিষ্টরা। ইতোমধ্যে ৫০ শতাংশ গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করা গেছে বলে জানান আর্জেন্টিনার প্রেসিডেন্ট। ঘটনা তদন্তেরও প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। উরুগুয়ে জানায়, দেশটির উপকূলীয় অঞ্চলে বিদ্যুৎসেবা পুনরায় স্থাপন করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১