আপডেট : ১৬ June ২০১৯
নাটোরের গুরুদাসপুরে নিখোঁজের ৩ দিন পর ৫ বছরের শিশু মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করেছে গুরুদাসপুর থানা পুলিশ। আজ রোববার (১৬ জুন) দুপুরে উপজেলার মশিন্দা ইউনিয়নের দরিবামনগাড়া গ্রামে একটি বাঁশ বাগান থেকে শিশু মরিয়ম খাতুনের লাশ উদ্ধার করা হয়েছে। শিশু মরিয়ম ওই গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শিশু মরিয়ম গত শুক্রবার (১৪ জুন) বিকেলে বাড়ির সামনে খেলাধুলা করার সময় হঠাৎ নিখোঁজ হয়। অনেক খোজাখুজি করে তাকে না পেয়ে গত শনিবার গুরুদাসপুর থানায় শিশু মরিয়মের বাবা একটি সাধারণ ডায়েরি করে। তারপর থেকেই তাকে সন্ধান করছিলো পুলিশ। আজ রোববার দুপুরের দিকে শিশু মরিয়মের বাড়ির সামনের বাঁশ বাগানে খোজা খুজি করতে থাকলে বাঁশ ঝাড়ের একটি ঝোপের ভেতর থেকে শিশু মরিয়মের মরদহে উদ্ধার করে পুলিশ। এদিকে মরিয়মের মা আছিয়া খাতুন ও স্বজনদের কান্নায় ওই বাড়িসহ এলাকায় এখন শোকের মাতম চলছে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বাড়ির পাশে জঙ্গল থেকে শিমুটির লাশ উদ্ধার করা হয়। কি কারনে শিশুটিকে হত্যা করা হয়েছে এখনও তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১