বাংলাদেশের খবর

আপডেট : ১৫ June ২০১৯

দৌলতদিয়ায় নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পৃথক অভিযান চালিয়ে নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার উত্তর দৌলতদিয়া শামছু মাস্টারের পাড়ার জালাল শেখের ছেলে শামীম শেখ (২২) ও যশোর জেলার কোতোয়ালী থানার পুলেরহাট মন্ডলগাতি গ্রামের মোহাম্মদ হাওলাদারের মেয়ে সাথি (৫০)।

থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে শামীমের বাড়িতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর আগে শুক্রবার দিনগত রাত ১১টার দিকে দৌলতদিয়া যৌনপল্লী এলাকা থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাথিকে গ্রেফতার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দিয়ে শনিবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১