বাংলাদেশের খবর

আপডেট : ১৫ June ২০১৯

গায়িকা এভ্রিল


মডেল-অভিনেত্রী এভ্রিলকে এবার দেখা যাবে গায়িকার ভূমিকায়। তবে বাস্তবে নয়। একটি ওয়েব সিরিজে। স্যামুয়েল হকের গল্পে নির্মিত নোমান রবিন পরিচালিত ‘খেলতাসি’ শিরোনামের এই ফিল্মে বীণা চরিত্রে অভিনয় করেছেন এসময়ের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল এভ্রিল।

ফিল্মে দেখা যাবে— প্রথম সারির একটি অডিও লেভেল কোম্পানির অফিসে এভ্রিল। সামনে প্রচুর সাংবাদিক আর শুধু ক্যামেরায় ছবি তোলার শব্দ। অডিও লেভেল কোম্পানির মালিক এভ্রিলের হাতে গাড়ির চাবি উপহার হিসেবে তুলে দিচ্ছেন। একটি ব্র্যান্ড নিউ গাড়ি উপহার পেয়েছেন এভ্রিল! কিন্তু নতুন গাড়ি উপহার পেয়ে তার যেমন খুশি হওয়ার কথা, তেমন খুশি মনে হচ্ছে না তাকে। মুখে হাসি নেই এভ্রিলের!

এখানে দেখা যায়, বীণা একজন স্বপ্নবাজ কণ্ঠশিল্পী। গানের সঙ্গে তার বসবাস ছোটবেলা থেকে। সে ইউনিভার্সিটিতে অধ্যয়নরত অবস্থায় কণ্ঠপ্রতিভা কাজে লাগিয়ে ক্যারিয়ার গড়ার নেশায় অনলাইনে লাইক, ভিউয়ের দুনিয়ায় পা রাখে। এক দুষ্টচক্রের চক্করে পড়ে যায় সে। এগিয়ে যায় গল্প।

নির্মাতা নোমান রবিন বলেন, ‘কোটি ভিউ, কোটি লাইক, ডিসলাইকের খেলা চলছে এখন। এই খেলায় আবার ফাঁকিবাজি বেশি। এই ফাঁকিবাজিকে কাজে লাগিয়ে এক বিশাল দুষ্টচক্র গড়ে উঠেছে। এই দুষ্ট চক্রের শিকার হচ্ছে সৃজনশীলতা। প্রতিভাবান কণ্ঠশিল্পীরা। সেসব গল্পই তুলে আনার চেষ্টা করেছি আমাদের ওয়েব ফিল্মে।’

এভ্রিল ছাড়াও এখানে অভিনয় করেছেন অন্তু করিম, আবদুল্লা রানা, মানস বন্দ্যোপাধ্যায়, শিল্পী সরকার অপু, শুভাশিস ভৌমিক, নিকুল, সুমন মোস্তফা, শাওন গানওয়ালা, লুৎফর হাসান, কিশোর পলাশ প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১