বাংলাদেশের খবর

আপডেট : ১৪ June ২০১৯

দরিদ্র-প্রতিবন্ধী আবুল কাশেমের পাশে মেলবোর্ন ছাত্রলীগ


ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর আহ্বানে সারা দিয়ে মেলবোর্ন ছাত্রলীগ নেত্রকোনার অসহায় আবুল কাশেমের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের ছবিলা গ্রামের হতদরিদ্র আবুল কাশেম। শারীরিক প্রতিবন্ধী কাশেম কায়িক শ্রমে অক্ষম বলেই ভাগ্য ফেরানোর আশায় মোটা সুদে ঋণ নিয়ে হাঁসের খামার করেছিলেন। কিন্তু দুর্বৃত্তদের দেওয়া বিষে মারা যায় তার প্রায় ৮০০ হাঁস।

এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন মুন্নার নেতৃত্বে মেলবোর্ন ছাত্রলীগের সভাপতি আসিফ আজাদ, সাধারণ সম্পাদক সৌরভ নন্দী শুভ ও যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম আবুল কাশেমের মুঠোফোনে যোগাযোগ করেন। তারা এ ঘটনার নিন্দা জানিয়ে তাকে ১০০ হাঁস কেনার জন্য বিকাশের মাধ্যমে আর্থিক সহযোগিতা দেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানায় মেলবোর্ন ছাত্রলীগ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১