আপডেট : ১৩ June ২০১৯
বাগেরহাটের শরণখোলায় নানা বাড়ির পুকুরে পড়ে মারিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের ছোট নলবুনিয়া গ্রামে এঘটনা ঘটে। নিহত মারিয়া ধানসাগর ইউনিয়নের দক্ষিণ বাধাল গ্রামের বাসিন্দা ও সৌদি প্রবাসী মাসুদ হাওলাদারের মেয়ে। ধানসাগর ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন জানান, সৌদি প্রবাসী মাসুদ হাওলাদারের স্ত্রী নূপুর আক্তার তার একমাত্র মেয়ে মারিয়াকে নিয়ে বুধবার তার বাবা নুহুমিয়ার বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার বিকালে খেলতে খেলতে মেয়েটি পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জামাল মিয়া বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১