বাংলাদেশের খবর

আপডেট : ১৩ June ২০১৯

করমুক্ত আয়ের সীমা আড়াই লাখে অপরিবর্তিত


আগামী ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা চলতি অর্থবছরের ন্যায় আড়াই লাখ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

একইসঙ্গে নারী ও ৬৫ বছর ঊর্ধ্ব করদাতাদের ৩ লাখ টাকা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৪ লাখ টাকায় করমূক্ত আয়সীমা অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়সীমা চলতিবছরের ন্যায় ৪ লাখ ২৫ হাজার টাকায় বহাল আছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী অর্থবছরের বাজেটের করমুক্ত আয়ের সীমার ক্ষেত্রে এসব প্রস্তাব করেন।

সাধারণ করদাতাদের ক্ষেত্রে আয়ের সীমা আড়াই লাখ টাকার পর প্রথম ৪ লাখ টাকার জন্য ১০ শতাংশ,পরবর্তী ৫ লাখ টাকার জন্য ১৫ শতাংশ,এর পরের ৬ লাখ টাকার জন্য ২০ শতাংশ,আর পরবর্তী ৩০ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ২৫ শতাংশ এবং অবশিষ্ট মোট আয়ের ওপর ৩০ শতাংশ হারে কর দেওয়ার প্রস্তাব করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১