বাংলাদেশের খবর

আপডেট : ১৩ June ২০১৯

প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নিজেই

প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে মাদক মামলার আসামী লুৎফর রহমান ছবি : বাংলাদেশের খবর


পাইকগাছায় প্রতিপক্ষ এক যুবককে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে মাদক মামলার আসামী হয়ে নিজেই ফেঁসে গেছেন লুৎফর রহমান নামে এক ব্যক্তি। ওসি এমদাদুল হকের দুরদর্শিতার কারণে মিথ্যা মাদক মামলা থেকে রক্ষা পান একই এলাকার যুবক বাবু মোড়ল।

আজ বৃহস্পতিবার এ ঘটনায় লুৎফর রহমানের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কপিলমুনি গ্রামের মৃত নিজাম গাজীর ছেলে লুৎফর রহমান (৬০) পূর্ব থেকে গাঁজা বিক্রি করে আসছিল। গাঁজা সহ একাধিকবার সে আটক হয়। এ কারণে প্রতিবেশী কবির মোড়লের ছেলে করিমন চালক বাবু মোড়লের (২২)-এর উপর তার সন্দেহ হয় এবং মাদক দিয়ে বাবুকে ফাঁসানোর পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী লুৎফর বুধবার বাবুর বসত বাড়ীর বারান্দার পাটখড়ির মধ্যে গাঁজা লুকিয়ে রেখে থানাপুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বাবুকে আটক করে। পরে ওসির দুরদর্শিতার কারণে প্রমাণিত হয় বাবুকে ফাঁসাতেই তার বাড়ীতে মাদক রেখে থানাপুলিশকে খবর দেয় লুৎফর।

ওসি এমদাদুল হক শেখ জানান, এর আগেও লুৎফরের বিরুদ্ধে থানায় দুটি মাদক মামলা রয়েছে এবং যাকে ফাঁসানোর চেষ্টা করা হয় সেই বাবুর বিরুদ্ধে কোথাও কোন অভিযোগ নাই।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১