আপডেট : ১৩ June ২০১৯
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি সাগর মোহনা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। বুধবার রাতে স্থানীয় জেলেদের কাছ থেকে মৃতদেহ ভেসে আসার খবর পেয়ে পুলিশ রাতেই মৃতদেহ উদ্ধার করে। মহিপুর থানার ওসি সাইদুল ইসলাম জানান, সাগরে রাতের জোয়ারে মৃতদেহটি ভেসে এসে বালুচরে আটকে পড়ে। মৃতদেহের পড়নে নীল রংয়ের একটি শর্টপ্যান্ট ছাড়া কিছুই নেই এবং মৃতদেহটি পচন ধরেছে। হয়তো সাগরে ট্রলার ডুবিতে কোন নিখোঁজ জেলের মৃতদেহ হতে পারে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১