আপডেট : ১৩ June ২০১৯
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় ঘুমন্ত সৎ মেয়েকে পুড়িয়ে হত্যা ও সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টার পর এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ উঠেছে। উপজেলার রুহিতা গ্রামে বুধবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- তালতলী উপজেলার বেলাল হোসেন (৩০) এবং তার সৎ মেয়ে কারিমা আক্তার (১০)। আহত সাজিনুর বেগম (৩০) পাথরঘাটা উপজেলার বাসিন্দা। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ শিকদার জানান, প্রায় দেড় বছর আগে একই উপজলার চরদুয়ানি গ্রামের হাসানের মেয়ে কারিমার সাথে বরগুনার তালতলী উপজেলার ছকিনা এলাকায় বেলাল হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হয়। এ নিয়ে স্থানীয় পর্যায় একাধিকবার সালিশ হয়। দেরমাস আগে তাদের বিচ্ছেদ হয়। পরে বেলাল পুনরায় দাম্পত্য জীবন শুরু করতে চেয়েছিল, কিন্তু সাজেনুর তার প্রস্তাবে রাজি হয়নি। এদিকে, বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে বেলাল ঘুমন্ত কারিমা ও সাজিনুরের ঘরে ঢুকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে সাজিনুর তার মেয়েকে নিয়ে বের হবার চেষ্টা করলে বেলাল তাদের বাধা দেয়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে। এতে কারিমা ঘটনাস্থলে নিহত হন, সাজিনুরের শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। পুলিশ কারিনার লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। দগ্ধ সাজিনুরকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে, বৃহস্পতিবার দুপুরে গলায় ফাঁস লাগা বেলালের লাশ পার্শ্ববর্তী খালে পাওয়া যায়। পুলিশের ধারণা তিনি খালের পাড়ে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রশি ছিঁড়ে লাশ খালে পড়ে গেছে। তবে ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওসি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১