বাংলাদেশের খবর

আপডেট : ১২ June ২০১৯

এগিয়ে চলছে ‘দিন : দ্য ডে’র শুটিং


অনন্ত জলিল ও বর্ষা জুটির নতুন ছবি ‘দিন : দ্য ডে’। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় এটি নির্মাণ করছে অনন্তর প্রযোজনা প্রতিষ্ঠান। ছবিটি পরিচালনা করছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম।

এরই মধ্যে বেশ ঘটা করে ছবিটির শুটিং হয়েছে ইরান ও বাংলাদেশের মনোরম সব লোকেশনে।

ছবির প্রায় ৭০ শতাংশ শুটিং শেষের দিকে। বর্তমানে ছবির ইউনিটের সঙ্গে ইরানে রয়েছেন অনন্ত ও বর্ষা। সেখানে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই তারা যোগ দিয়েছেন নতুন লটের শুটিংয়ে।

জানা গেল ছবির একটি রোমান্টিক গানের দৃশ্যায়ন চলছে। সেখানে অনন্ত ও বর্ষার পাশাপাশি দেখা যাবে ইরানের অর্ধশতাধিক শিল্পীকে। হাবিব রহমানের কোরিওগ্রাফিতে এই গানের শুটিংয়ে বাংলাদেশ থেকে ১৫ জনের টিমের সঙ্গে রয়েছেন মেকআপ আর্টিস্ট মনির হোসেন।

মনির হোসেন জানান, ইরান শহরের পাশে মারানজাব নামের মরুভূমিতে চলছে গানের শুটিং। প্রায় ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রচণ্ড গরমে কাজ করতে হচ্ছে সবাইকে।

এই গানে নতুন লুক ও স্টাইলে দেখা যাবে জনপ্রিয় জুটি অনন্ত-বর্ষাকে। তাদের পোশাকে থাকবে ইরানি সংস্কৃতি ও ঐতিহ্য। ইরানের শুটিং শেষে এই গানের কিছু অংশের শুটিং হবে তুরস্কেও।

‘দিন : দ্য ডে’ ছবিতে মোট চারটি গান থাকছে। তার মধ্যে ইরান ও তুরস্কের পাশাপাশি দুটি গানের শুটিং হবে বাংলাদেশেও।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১