আপডেট : ১১ June ২০১৯
একাদশ জাতীয় সংসদের তৃতীয় ও ২০১৯-’২০ অর্থবছরের বাজেট অধিবেশন শুরুর আগের দিন দলের এমপিদের নিয়ে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে স্কাইপের মাধ্যমে যুক্ত ছিলেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে অংশ নেওয়া এমপি হারুনুর রশিদ গণমাধ্যমকে বলেন, সংসদে তাদের ভূমিকা কেমন হবে তা নিয়ে দলের পক্ষ থেকে দিকনির্দেশনা দিয়েছেন মহাসচিব। অধিবেশনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দি সব নেতাকর্মীর মুক্তি দাবি, সরকারের ব্যর্থতা তুলে ধরা, দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন বন্ধসহ বরাদ্দকৃত সময়ের যথাযথ ব্যবহার নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠকে মির্জা ফখরুল ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এমপিদের মধ্যে উকিল আব্দুস সাত্তার ছাড়াও ছিলেন হারুনুর রশীদ, আমিনুল ইসলাম, জাহিদুর রহমান, মোশাররফ হোসেন ও ব্যারিস্টার রুমিন ফারহানা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১