বাংলাদেশের খবর

আপডেট : ১০ June ২০১৯

টস হেরে ব্যাটিংয়ে সাউথ আফ্রিকা


আইসিসি ক্রিকেট বিশ্বকাপে সোমবার সাউদাম্পটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের এবারের আসরে টিকে থাকার জন্য ক্যারিবীয়দের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই প্রোটিয়াদের।

তিন ম্যাচের মধ্যে সবকটিতেই হেরে ব্যাকফুটে চলে গেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে দুই ম্যাচের একটিতে জয় ও একটিতে হার নিয়ে পয়েন্ট টেবিলের ৭ম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

পরিসংখ্যান অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ৫ ম্যাচের ৩টিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে গত বিশ্বকাপে ক্যারিবীয়দের ২৫৭ রানের বড় ব্যবধানে হারিয়েছিল প্রোটিয়ারা। 

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেট রক্ষক), হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), অ্যাইডেন মারক্রাম, ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, আন্ডিলে ফেলুকায়ো, ক্রিস মরিস, কাঙ্গিসো রাবাদা, বিউরান হেনডরিকস ও ইমরান তাহির।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, ড্যারেন ব্রাভো, শাই হোপ (উইকেট রক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমেয়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্রাথওয়েট, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেল্ডন কটরেল ও ওশান থমাস।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১