আপডেট : ১০ June ২০১৯
শাওমির নিজস্ব অ্যান্ড্রয়েড স্কিন এমএইআইইউতে বিজ্ঞাপনের জন্য অনেক গ্রাহকই বেশ বিরক্ত। এই বিরক্তি থেকে মুক্তি দিতে এবার এতে বিজ্ঞাপনের মডেল ঢেলে সাজাল প্রতিষ্ঠানটি। সম্প্রতি চীনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এক শাওমি প্রতিনিধি জানিয়েছেন পরবর্তী এমআইইউআই ভার্সনে বিজ্ঞাপনের পদ্ধতি ঢেলে সাজানো হবে। বিজ্ঞাপনে অশ্লীল বিষয় দেখানো বন্ধ করতেও কড়া পদক্ষেপ নিচ্ছে শাওমি। উইবোতে শাওমি কর্মকর্তা জানিয়েছেন, ইতোমধ্যে এমআইইউআইতে বিজ্ঞাপন দেখানোর পদ্ধতি সংশোধন করার কাজ শুরু হয়েছে। এরই মধ্যে একাধিক জায়গায় বিজ্ঞাপন দেখানো বন্ধ করেছে শাওমি। এছাড়া কোম্পানি জানিয়েছে অশ্লীল বিজ্ঞাপন দেখানো বন্ধের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। উইবো পোস্টে জানানো হয়েছে এমআইইউআইতে দেখানো সব ধরনের বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করে শাওমি। তিনি আরো বলেন, তিন মাসের মধ্যে কম বিজ্ঞাপনসহ আরো হালকা এমআইইউআই নিয়ে আসছে কোম্পানি। সম্প্র্রতি এমআইইউআই ১১-এ বিজ্ঞাপনের নীতি পরিবর্তনের কথা জানিয়েছিলেন শাওমি প্রধান লেই জুন। সেই সময় এমআইইউআই থেকে অশ্লীল বিজ্ঞাপন সরানোর কথা জানিয়েছিলেন জুন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১