বাংলাদেশের খবর

আপডেট : ১০ June ২০১৯

নারায়ণগঞ্জে আগুনে একই পরিবারের দগ্ধ ৪


নারায়ণগঞ্জের আগুনে বাবা-মেয়েসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। সকালে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে পাগলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- আব্দুল আলিম (৬৫), তার মেয়ে শিউলী (৩৫), শিউলির মেয়ে জুথি (১৩), জুথির ছোট বোন তানজিলা (৬)। 

ঢামেক পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, নারায়ণগঞ্জের আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। সকাল ৭টার দিকে তাদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।  শিউলীর ৯৮ ভাগ, আব্দুল আলিমের ৪৮, জুথির ১৮ এবং জানজিলার ২৪ ভাগ দগ্ধ হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১