আপডেট : ০৯ June ২০১৯
সরকার পর্যটন এলাকা কক্সবাজারের কিছু কিছু জায়গা শুধু বিদেশিদের জন্য রাখার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘কক্সবাজারের কিছু কিছু জায়গা শুধু বিদেশি পর্যটকদের নির্ধারিত করে দেয়ার ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে। এটা করা হলে আমাদের পর্যটন খাত সমৃদ্ধ হবে।’ ত্রিদেশীয় (জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড) সফর নিয়ে আজ রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। কক্সবাজারের বিমানবন্দর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘কক্সবাজারের বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। এটি আন্তর্জাতিক রুটগুলোকে সংযোগ করবে।’ কক্সবাজারে একটি রিফুয়েলিং স্টেশন থাকবে, যেখানে আন্তর্জাতিক রুটের বিমানগুলোতে জ্বালানি ভরা হবে। তবে কক্সবাজারকে যথাযথভাবে উন্নত করা হলে শুধু জ্বালানি নয় সৈকতের সৌন্দর্য উপভোগ করা যাবে, যোগ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ১২৭ কিলোমিটার দীর্ঘ বালি সৈকত যা পর্যটকদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ তা উন্নত করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১