বাংলাদেশের খবর

আপডেট : ০৮ June ২০১৯

জামালপুরে নিজ মেয়েকে ধর্ষণ, বাবা আটক


জামালপুরের ইসলামপুরে নিজ বাবার হাতে মেয়ে ধর্ষিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত বাবাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে উপজেলার বেলগাছা ইউনিয়নের যমুনার দূর্গম চরাঞ্চল মন্নিয়া আদর্শ গ্রামে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে ইসলামপুর থানায় মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, মেয়ের বাবা শুক্রবার বিকালে তার ১৪ বছরের কন্যাকে ছাগল রাখার কথা বলে বাড়ি থেকে ফুসলিয়ে পাট ক্ষেতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এসে লম্পট বাবাকে আটক করে পুলিশে খরব দেয়। খবর পেয়ে রাতে ইসলামপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানা নিয়ে আসে।

এ ঘটনায় শুক্রবার রাতেই তার স্ত্রী বাদী হয়ে ইসলামপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ে করেন।

ইসলামপুর থানার সেকেন্ড অফিসার আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকালে ধর্ষণের অপরাধে ওই মেয়ের বাবাকে আটক করে কোর্টের মাধ্যমে জেল হাজতে ও ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১