বাংলাদেশের খবর

আপডেট : ০৮ June ২০১৯

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩


বগুড়ার শেরপুর উপজেলায় ছোনকাবাজার এলাকায় প্রাইভেটকার ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মনোয়ার হোসেন(২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছে। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে ছোনকাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ থেকে বগুড়ার দিকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে ঢাকাগামী একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত এবং পিকআপ ভ্যান রাস্তার ওপর উল্টে যায়। ঘটনাস্থলে পিকআপ ভ্যান যাত্রী মনোয়ার মারা যান।

পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১