বাংলাদেশের খবর

আপডেট : ০৮ June ২০১৯

বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেফতার


বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা থেকে ২ হাজার পিস ইয়াবা সহ রেশমা খাতুন(৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার উপজেলার জিয়ানগর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান জানান, স্থানীয় ভাতহান্দা গ্রামের আমিনুর রহমানের স্ত্রী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সুত্রে খবর পেয়ে রাত সাড়ে ৮ টার দিকে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এসময় ঘরের চৌকির নীচে একটি বাক্সে ২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

গ্রেফতারকৃত রেশমা খাতুনের বিরুদ্ধে এর আগেও ২টি মাদক মামলা রয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১