আপডেট : ০৮ June ২০১৯
ময়মনসিংহের ফুলপুরে কাজল (২৩) নামে এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে দিউ তাফাজ্জল চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন খরিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে দিউ বেপারী পাড়ার মাছ ব্যবসায়ী শফিকুল ইসলামের ছেলে। জানা যায়, শুক্রবার রাত ৮টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ শনিবার খরিয়া নদীতে নৌকা বাইচ খেলতে গেলে ছোট ছেলেরা তার লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ কাজলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ও এলাকাবাসির ধারণা, শুক্রবার রাতে কে বা কাহারা তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে রাখে। ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১