আপডেট : ০৮ June ২০১৯
নোয়াখালীর সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমানকে পঞ্চমবারের মতো সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সরকার পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. ইফতেখার আহম্মদ চৌধুরী স্বক্ষরিত এক পত্রে ওই বরখাস্তের আদেশ দেন। আবদুর রহমান ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাড়াও ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি, উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। বহিস্কার আদেশে উল্লেখ করা হয়, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী তিনি আয় ব্যায়ের হিসাব (রির্টান) দাখিল না করায় তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়ীক ভাবে বরখাস্ত হয়। এ ছাড়াও তাকে কেন স্থায়ী ভাবে বরখাস্ত করা হবে না তা ১০ দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য নির্দেশ জারি করা হয়। বরখাস্তের বিষয়টি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিশ্চিত করেছেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুর রহমান। এ বিষয়ে যোগাযোগ করলে ছাতারপাইয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান বলেন, তাকে রাজনৈতিক ভাবে অহেতুক হয়রানি করার জন্য বরখাস্ত করা হয়। এর আগেও তাকে চারবার বরখাস্ত করা হয়েছিল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১