আপডেট : ০৩ June ২০১৯
কুমিল্লার চৌদ্দগ্রামে পিআইবি পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়ায় তিন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আজ সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন; নাসিমা (৩৪), তানজিনা (৩২) ও কাজল (৩০) । প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেলে কাজ শেষে শ্রমিকরা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মিয়াবাজার এলাকায় এলে পুলিশের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন পোশক শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১