আপডেট : ০৩ June ২০১৯
সিলেটের বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগর এই ৩টি উপজেলায় নিজস্ব তহবিল থেকে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেছেন সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী। আজ সোমবার ৩ উপজেলার ডাক বাংলোতে পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে প্রতি উপজেলায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিশ্বনাথ উপজেলা ডাকবাংলোতে অনুষ্ঠিত প্রথম সভায় শফিক চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধারা আজ আর অবহেলিত নয়। শেখ হাসিনার সরকার দেশের বীর সন্তানদের জন্য আলাদা সম্মান প্রদর্শন করে ৯০০ টাকার মুক্তিযোদ্ধা ভাতাকে ১০ হাজার টাকায় বৃদ্ধি করেছেন। উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক আমির আলী চেয়ারম্যানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মন্ত্রী পরিষদের উপ-সচিব আব্দুল ওদুদ, উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার, থানা অফিসার্স ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, হাজী মফিজ আলী গালর্স স্কুল ও কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক মকদ্দছ আলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১