আপডেট : ০৩ June ২০১৯
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ-৮ মডেলের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে।পাখির সঙ্গে ধাক্কা লাগায় সৈয়দপুরগামী বিমানটি জরুরি অবতরণ করে বলে জানা গেছে। তবে এতে কোনো ক্ষতি না হওয়ায় বিমানটি কিছুক্ষণ পর সৈয়দপুরের উদ্দেশে রওনা দিয়েছে বলে জানা যায়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘বিমানটি নিরপদে অবতরণ করেছে। যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।’ জরুরি অবতরণের কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে বন্ধ রয়েছে। এ কারণে কয়েকটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে ফিরে গেছে। উল্লেখ্য, এর আগে গত ৮ মে বিমানের একটি ড্যাশ-৮ কিউ ৪০০ উড়োজাহাজ ৩৫ জন আরোহী নিয়ে মিয়ানমারের ইয়াংগন বিমানবন্দরে নামার সময় বজ্রঝড়ের কবলে পড়ে এবং অবতরণের পর রানওয়ে থেকে ছিটকে যায়। ওই সময় বিমানের আরোহীদের সবাই ওই দুর্ঘটনায় কমবেশি আঘাত পান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১