বাংলাদেশের খবর

আপডেট : ০৩ June ২০১৯

ঈদ রঙে আনন্দে’তে তারা তিনজন


আসছে ঈদে এসএ টিভিতে ঈদের প্রথমদিন সন্ধ্যায় ৬টা ২০ মিনিটে প্রচারের জন্য সংগীতশিল্পী প্রতীক, বেলাল খান ও লুইপাকে নিয়ে নির্মিত হয়েছে ঈদ বিশেষ অনুষ্ঠান ‘ঈদ রঙে আনন্দে’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শান্তা জাহান। তিনজন সংগীতশিল্পীর সঙ্গে আরো অংশগ্রহণ করেছেন আনিকা। অনুষ্ঠানটি প্রযোজনা ও পরিচালনা করেছেন রাজু আহসান। নানান ধরনের মজার মজার বিষয় নিয়ে সংগীতশিল্পীরা এই অনুষ্ঠানে আলাপচারিতায় অংশগ্রহণ করেছেন। পাশাপাশি তারা সবাই বিশেষ ধরনের খেলাতেও অংশ নিয়েছেন। বেলাল খান, লুইপা ও প্রতীক আনিকা দুই দলে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করেছেন। তবে কারা বিজয়ী হয়েছেন তা দেখতে চোখ রাখতে হবে এসএ টিভির পর্দায়।

অনুষ্ঠানটিতে অংশগ্রহণ প্রসঙ্গে প্রতীক হাসান বলেন, ‘সবসময় তো টিভি অনুষ্ঠানে গানই গেয়ে থাকি। কিন্তু এই অনুষ্ঠানের পরিকল্পনাটা আমার কাছে অনেকখানি আলাদা মনে হয়েছে। তাই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেও মজা লেগেছে।’

বেলাল খান বলেন, ‘ঈদে দর্শককে আনন্দ দিতেই এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকি। অনুষ্ঠানটির পরিকল্পনা এবং অনুষ্ঠানের বিষয়বস্তু আমার কাছে ভালো লেগেছে। দর্শক অন্যরকম মজা পাবেন।’

লুইপা বলেন, ‘এসএ টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অনেক আনন্দ নিয়েই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছি। অনুষ্ঠানটি সুন্দর করে দর্শকের কাছে তুলে ধরার যে আন্তরিক প্রয়াস ছিল পরিচালক এবং উপস্থাপকের, সে জন্য তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি দর্শকের ভালো লাগবে অনুষ্ঠানটি।’

উপস্থাপক শান্তা জাহান বলেন, ‘এবারের ঈদে ‘ঈদে রঙে আনন্দে’ অনুষ্ঠানটির তিনটি পর্ব আমি উপস্থাপনা করেছি। তবে সংগীতশিল্পীদের নিয়ে আয়োজিত পর্বটি যেহেতু শুরুতেই করেছি, তাই শুরুতে ভালো লাগাটা ছিল একটু অন্যরকম। অনুষ্ঠানে নতুনত্ব ছিল। দর্শকের ভালো লাগবে।’

এদিকে এবারের ঈদে প্রতীক, বেলাল ও লুইপা আরো বেশকিছু টিভি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হলো লুইপার দেশাত্মবোধক গান ‘অপরূপ বাংলাদেশ’। গানটি লিখেছেন কবির বকুল এবং সুরও করেছেন তিনি। সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এদিকে ঈদ উপলক্ষে এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে বেলাল খানের গাওয়া নতুন গান ‘কী করে ভুলি তোমায়’। গানটি লিখেছেন প্লাবন কোরেশী এবং সুর করেছেন বেলাল খান। সংগীতায়োজন করেছেন এম এ রহমান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১