বাংলাদেশের খবর

আপডেট : ০৩ June ২০১৯

মধ্যবিত্ত পরিবারের গল্প ‘আক্ষেপ’


প্রত্যেক বাবা-মায়ের ইচ্ছে তার সন্তান যেন তার মতো করে ভাবে, তার মতো করে চলে। তার ইচ্ছেগুলো পূরণ করে। তার দেখানো আদর্শে চলে। আক্ষেপটা তখনই আসে, যখন সন্তান নৈতিক আর অনৈতিকতার মাঝে নিজের সত্তাকে বিসর্জন দিয়ে দেয়। এই বিসর্জন আর সম্পর্কের টানাপড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘আক্ষেপ’।

মাকসুদুর রহমান বিশাল নির্মাণ করেছে নাটকটি। যিনি এর আগে অপূর্ব, নাঈম, নাদিয়াকে নিয়ে ‘দ্য হিরো’ ও নিরব, ইমন ও পূর্ণিমাকে নিয়ে ‘পোর্ট্রেট’, অপূর্ব-মেহজাবিনকে নিয়ে প্রমিস এবং অপূর্ব-মমকে নিয়ে ‘তোমার জন্য এক পৃথিবী’ ও ‘দাগ’ নাটক করে পরিচিত হয়েছেন। এবার ‘আক্ষেপ’ নির্মাণ করেছেন আবুল হায়াত, শর্মিলী আহমেদ, এফ এস নাঈম, তাসনিয়া ফারিনকে নিয়ে। এসএস মাল্টিমিডিয়া প্রযোজিত এ নাটকটি রচনা করেছেন তানিন রহমান।

সম্প্রতি উত্তরায় শেষ হয়েছে নাটকটির শুটিং। এতে অভিনয় প্রসঙ্গে নাঈম বলেছেন, ‘এই সময়ে এসে এ ধরনের মানবিক গল্পের খুবই প্রয়োজন; কারণ আমরা সম্পর্কগুলোর মর্ম বুঝতে ব্যর্থ হচ্ছি।’ নাটকটির পরিচালক বিশাল বলেন, আমি মূলত রোমান্টিক গল্পেই কাজ করি। কিন্তু মনে হলো এই সমাজের মানবিক মূল্যবোধ সৃষ্টিতে আক্ষেপের মতো গল্পের খুবই প্রয়োজন। আশা করছি দর্শকদের নাটকটি ভালো লাগবে।’

আক্ষেপ নাটকটি ঈদের অনুষ্ঠানসূচিতে এসএস মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১