আপডেট : ০৩ June ২০১৯
জনপ্রিয় সঙ্গীতশিল্পী মিলার সাবেক স্বামী পাইলট এস এম পারভেজ সানজারিকে অজ্ঞাত দুর্বৃত্তরা এসিড নিক্ষেপ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে উত্তরা পশ্চিম থানার তিন নম্বর সেক্টর এলাকার ৭/বি সড়কে এই ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক হোসাইন ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পারভেজ মোটরসাইকেল চালানোর সময় তার গায়ে অ্যাসিড ছোড়া হয়েছে। তার হাত ও পা পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারভেজের শরীরের ৮ থেকে ১০ শতাংশ পুড়ে গেছে। পুড়ে যাওয়ার পরিমাণ আরও বাড়তে পারে বলে তিনি জানান। পারভেজ সানজারির ও তার ছোট ভাই এস এম আর রহমানের বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, রাত ৮টার দিকে সানজারি মোটরসাইকেলে করে তাদের তিন নম্বর সেক্টরের ৭/বি সড়কের ৩১ নম্বর বাসা থেকে বের হয়ে পাইলট ক্লাবে খেলা দেখতে যাচ্ছিলেন সানজারি। বাসা থেকে বের হওয়ার পরপরই অজ্ঞাত দুর্বৃত্তরা তার পথরোধ করে শরীরে দাহ্য পদার্থ ছুড়ে দিয়ে পালিয়ে যায়। দুর্বৃত্তদের সঙ্গে তিনি তার সাবেক স্ত্রী মিলার সহকারী কিমকে দেখতে পান বলে জানিয়েছেন। সানজারির অভিযোগ, বিবাহ বিচ্ছেদের পর থেকে মিলা তাকে বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছিল। সাবেক স্ত্রীর নির্দেশেই এসিড মারা হয়েছে বলে ধারণা করছেন তিনি। ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটের দায়িত্বরত একজন চিকিৎসক জানান, পারভেজ সানজারির দুই উরু, পেট, দুই হাত ও পায়ের কিছু অংশ ঝলসে গিয়েছে। তার চিকিৎসা চলছে। ঢামেকে পারভেজ ও তার ভাই এসআর রহমান সাংবাদিকদের জানান, স্ত্রী মিলার নির্দেশে মিলার সহকারী জন পিটার হালদার কিম তাকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করেছেন। গত এক বছর আগে মিলার সঙ্গে পারভেজের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে বিভিন্ন সময় তাকে হুমকি দিয়ে আসছেন তার সাবেক স্ত্রী। পারভেজের ধারণা, তার সাবেক স্ত্রীর ইশারায় এই ঘটনাটি ঘটতে পারে। সম্প্রতি সংবাদ সম্মেলন করে সাবেক স্বামীর বিরুদ্ধে নানারকম অভিযোগ করেন মিলা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১