আপডেট : ০২ June ২০১৯
বগুড়ার শাজাহানপুরে বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ২টায় উপজেলার আড়িয়া বাজার স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি আটক করেছে পুলিশ। নিহত ট্রাকচালকের নাম রেজাউল করিম (৩৫)। তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দি জানান, শাজাহানপুর উপজেলার নয় মাইল যমুনা গ্যাস ফিল্ড থেকে এলপি গ্যাস সিলিন্ডার বোঝাই করে একটি ট্রাক বগুড়ার সারিয়াকান্দি যাওয়ার পথে আড়িয়া বাজার স্ট্যান্ডে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ধানসিঁড়ি নামে একটি খালি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক মারা যায়। দুর্ঘটনা কবলিত যানবাহন দুইটি আটক করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১