আপডেট : ০২ June ২০১৯
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩৩১ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে বাংলাদেশ। আজ রোববার ওভালে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রান করে টাইগাররা। যা এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোর। দলের পক্ষে মুশফিকুর রহিম ৮০ বলে ৮ চারে ৭৮, সাকিব আল হাসান ৮৪ বলে ৮ চার ও ১ ছক্কায় ৭৫, মাহমুদউল্লাহ রিয়াদ ৩৩ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৪৬* এবং সৌম্য সরকার ৩০ বলে ৯ চারে ৪০ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ইমরান তাহির, ফেলুকাও ও ক্রিস মরিস ২টি করে উইকেট লাভ করেন। টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ হয় বাংলাদেশের। ওপেনিং জুটিতে ৮.২ ওভারে আসে ৬০ রান। তামিম ইকবাল ব্যক্তিগত ১৬ রানে প্যাভিলিয়নের পথ ধরেন। দ্রুতই ফিরে যান সৌম্য। দলীয় স্কোর তখন ৭৫। এরপর জুটি বাঁধেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। এই জুটিতে আসে ১৪২ বলে ১৪২ রান। যা টাইগারদের তিন শতাধিক রান করার স্বপ্ন দেখায়। শেষদিকে মোসাদ্দেককে সাথে নিয়ে বাকি কাজটা সম্পূর্ণ করেন মাহমুদউল্লাহ রিয়াদ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১