আপডেট : ০২ June ২০১৯
আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে তামিম ও সৌম্য সরকারের ব্যাটিংয়ে ভর করে বিনা উইকেটে ৫০ রান পূর্ণ করে টাইগাররা। কিন্তু বিনা উইকেটে বেশী দূর যেতে পারলো না টাইগারদের ইনিংস। তামিমি ইকবাল ব্যাক্তিগত ১৬ রান করে অ্যান্ডি ফিলহুকওয়েও বলে ডি ককের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। আর দলীয় ৭৫ রানের মাথায় বিদায় নেন আরেক ওপেনার সৌম্য সরকার। ক্রিস মরিসের ডেলিভারি সৌম্যর গ্লাভসে লেগে উইকেটের পেছনে চলে যায়। কুইন্টন ডি ককের গ্লাভসবন্দি হওয়ার আগে সৌম্য করেন ৪২ রান। ৩০ বলে সাজানো তার দারুণ ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৩ ওভার শেষে ২ উইকেটে ৮৩ রান। উইকেটে আছেন সাকিব আল হাসান (৮) এবং মুশফিকুর রহিম (৬)।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১