বাংলাদেশের খবর

আপডেট : ০২ June ২০১৯

নাটোরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৪


নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় মারিয়া নামে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে এসআই আব্দুল জলিল ও তার পরিবারের ৪ সদস্য। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ রেববার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, ঢাকার কদমতলী থানায় কর্মরত পুলিশের সাব ইন্সপেক্টর আব্দুল জলিল ঈদের ছুটিতে ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে মাইক্রোবাসযোগে নাটোরের সিংড়ায় উপজেলার বিলভরট গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় এসআই আব্দুল জলিলের মেয়ে মারিয়া তাসনিম।

গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১